সে দিনের সে সকাল,
রক্তিম চুম্বিত গাল
বরষার মেঘ দিয়েছিল ফাঁকি,
রোদ্দুর দিচ্ছিল বার বার  উঁকি,


দুই বাহু থর থর!
হাতের আঙ্গুলের ভিতর।
সেদিনের জানালার কোণ,
আর প্যারিসের হেলেন হরণ।
ম্যানিলাস ক্যান্টীনে, দুখঃবরণ
জানালায় হেলেনের মন উচাটন!
অবিবাহিত প্যারিসের আকাশ উড্ডয়ন!


এই হয় ! এই হয়!
যে চায়! তার জয়!
বাকী সব পুরানো বাকী সব পুরাণ!
রাম জিতেছিল,  এই ম্যানিলাস গো হারাণ!