জীবন আর মৃত্যুর মাঝের কুয়াশা পরিখা ,
সেখানে ভেসেছি আনমনে কখনো কখনো
পেয়েছি দেবদূতী চুম্বন আদরে মাখা
বিরল চুম্বন, উষ্ণ প্রাণ মন জুড়ানো!
সে গাঢ় চুম্বন তুমি পেয়েছ কখনো?
যদি পাও সে চুম্বন রেখ না গোপন,
অকাতরে বিলিও তারে শ্বেতপুষ্প শাখায়
যেখানে যৌবন তরঙ্গিত সুবাস হাওয়ায়।
প্রজাপতির পাখায় আর কচি কলা পাতায়।


এই শেষ যৌবনেও আছি তারই অপেক্ষায়
একবার পাই যদি এই অবহেলার বেলায়,
আকস্মিক অপরিচত অযাচিত কিছু চুম্বন।
নিষ্কলুস চুম্বনে সার্থক করি আমার যৌবন।