হাত নীল  ছুঁলেই আসে কাল ঘুম।
নীল ছুঁয়েই ভেবে নিই শূন্য হলুম।
হাত কেউ  ধরলেই পায় যম ক্ষুধা!
ক্ষুধা  নিবৃত্তি কি কোনো স্পর্দ্ধা!
কৈশোর ছাড়িয়ে যৌবন ছুঁতেই নতুন মানুষটি তাই ভেবেছিল
নীল ঘুম  যম ক্ষুধা নির্ভীক বালকটিরও কি পেয়েছিল ?
ভোরে লাল সূর্যের দিকে মুখ রেখে সে ঘুমিয়ে পড়েছিল।
ঘুম  খিদে দিয়ে চলে গেছে  যা ছিল বাকি,
লাল সূর্যের দিকে মুখ করে  জেগে থাকি।
এখন নীল ঘুম কালো খিদে দুইই পায়!
সময়ের সাথে ধীরে ধীরে পালটে যাই।
পাল্টাতে পাল্টাতে শেষ হয়ে যাই!