আকাশ, মহাকাশ অতিক্রম করে চিন্তা আমার।
তা হলে কালে কেন বেঁধে রাখো মহাকাল,
চিন্তা কেন হয় না পরিশ্রান্ত!

ও খুশী পাখি আমার, অসীম যাত্রার বিকার,
অসীমে, সীমাতে  মিলাতে পারি না তাল!
কখনো শান্ত কখনও বা উদ্ভ্রান্ত!

আমার হৃদয় চলে  আমার থেকে অনেক দূরে,
ছেড়ে যায় হলুদ অতীত আবছা ভবিষ্যৎ
মধ্য রাত্রে আমি হয়ে যাই একা।

বর্ষার মেঘ নিয়ে হৃদয় আসে এ জগতে ফিরে,
হারিয়ে ফেলে আমাকে ছেড়ে যাওয়ার পথ।
অনুভুতিতে আসে গভীর অন্ধ পরিখা!