চুল গুলো সব যাচ্ছে উঠে
মাথায় পরছে টাক -
উদরটা যে ঠিক থাকে না
পরলেই গুরুপাক ,
হাঁফ ধরে যায় হাটলে
দু পা -
লিখতে গেলেই
আঙ্গুল কাঁপা
এ যে বড়ই বিষম চাপ।
যদিও আমি বাইরে
পালিশ -
ভিতর টা যে পুরো ফাকা
যাই খাই তাও
পুরোই মাপা -
জানি না কি অভিশাপ।
চলার পথে বন্ধু ডাকে -
'চললে কোথায় খুড়ো ?'
বাড়ি ফিরতেই আয়না বলে
হয়েছ তুমি বুড়ো।
বাড়ছে যে বয়স -
বুঝিনি সেটা
ভেবেছিলাম
মরদ বেটা
মিলিয়ে দেখি
ও মা সে কি
দুই হাতের সব কড় ফুরালো
আরো দশ করতে যে যোগ
বেরোলো পঞ্চাশ -
সত্যি , এটা মস্ত অভিশাপ।


২০শে ফেব্রুয়ারী, ২০১৬