জীবন টা যে হারিয়ে গেছে
নিত্যদিনের কাজে,
পাই না সময়, দেখতে আমি
কখন কটা বাজে।
সকালে ঢুকি, রাতে বেরোই
আমি অফিস থেকে,
কাজের চাপে শরীরটা যে
কখন গেছে বেঁকে।
কুলি নই যে, মুটেও তো নই
আমি অফিস-বয়
টেবিল-টেবিল খেলতে গিয়ে
হচ্ছে শরীর ক্ষয়।
দিনটা কাটে অধপেটাতেই
খিদেও গেছে কমে,
মস্তিস্কের নেই কোনো চাপ
ওটাও যাচ্ছে জমে।
মাস ফুরালে, মায়না  পেলে
একটু জুড়ায় হাড় ,
পাশবালিশে লুটিয়ে বলি
"রক্ষা  করো আর"।
যেই না আবার সকাল হলো
ডাক দিলো ঐ ঘড়ি ,
হুর্মুড়িয়ে বিছানা ছেড়ে
আবার বেরিয়ে পরি।