সেদিন গেলাম ভোজ সভাতে ,
হরেক খাবার পড়ল পাতে।
শুভ সূচনায় সুক্ত ও ভাত,
সঙ্গে ছিলো ভাজা যে সাত।
তরকারী তে ধরলো যে হাল,
যখন পাতে শুধু ছিলো ডাল।
আর যে ছিলো মচমচে চপ,
পড়তে পাতেই টপ, টপা , টপ।
হরেক রকম মাছও ছিলো,
শেষ না হতেই মাংস এলো।
অম্বল-টক আসতেই ভাই ,
পেটের ভিতর আঁই-ঢাই -ঢাই।
সন্দেশ আর পানতুয়াতে ,
হোচট খেলো পেটে যেতে।
শেষ পর্বে এলো যে পান ,
নিরুপায়ে সেটা করলাম দান।
পড়শীর কি বলবো যে গুন ,
সঙ্গে ছিলো জল-লেবু-নুন।
সবকিছুতেই ছিলো যাচাই ,
অল্প সময়, কি করে খাই।
সবার শেষে হাসি মুখে ,
বললাম ,"থাকব যে ভাই সুখে দুখে "
বলেই দিলাম হাঁটা সোজা ,
হাঁটবো কি ভাই, বড্ড বোঝা।
অতিকষ্টে এলাম ফিরে ,
নড়িচড়ি ধীরে ধীরে।
শুলাম যখন অনেক সে রাত ,
ভালোয় ভালোয় হলে প্রভাত।