আজব যে এক রাজা ছিলো ,
আজব রাজ্য তাঁর
নির্দোষ পায় সেথায় সাজা
দোষীদের সব ছার্।
কাক আর কোকিল সেথায় সাদা
মাছেরা থাকে গাছে ,
রাজ্যে কারো মৃত্যু হলে
মুখটিপে সব হাঁসে।
বিড়ালে সেথা ওরায় ঘুড়ি
লাটাই ধরে গরু ,
জিরাফগুলো সেথায় মোটা
হাতিগুলো সব সরু।
গরীব থাকে অট্টালিকায়
ধনীরা কাটে ধান,
খাবার পরে সেথায় নিয়ম
করতেই হবে স্নান।
মন্ত্র পড়ে জল্লাদেতে
পুরুত যে দেয় ফাঁসি ,
অসুস্স্থরা সবাই নাচে
সুস্থরা খায় বাসি।
ছেলেরা সেথায় কানে দুল পরে
মেয়েরা কাটে চুল,
শীতকালে মেলে হিমসাগর সেথায়
গরমের ফল কুল।
এরকমই এক রাজ্যেতে
গিয়েছিলাম আমি ,
বলব কি সেথায় ছেলেগুলো বউ
মেয়েগুলো সব স্বামী।