ছোট্ট যখন ছিলাম আমি
বলতো সবাই এসে ,
করলে জানবে লেখাপড়া
ঘুরবে দেশ বিদেশে।
বলেনি তো, কেউ কখনো
মানুষ হওয়ার কথা ,
এখন বুঝি ওটাই হলে
ঘুচত সকল ব্যথা।
তাইতো মানুষ হলাম না আর
বাড়িয়ে গেলাম জ্ঞান ,
পেলাম আমি দেশ-বিদেশে
অনেক যে সন্মান।
কারো ব্যথায় মন কাঁদে না
আমি আমার মতো ,
সারাটা দিন চিন্তা করি
জমবে টাকা কতো।
জমতে জমতে অনেক দিনে
জমলো যে ভাই অনেক টাকা,
বুকের ভিতর নেই কোনো মন
ভিতরটা যে পুরোই ফাঁকা।
দিনের শেষে , ক্লান্ত বেশে
ভাবছি বসে তাই ,
আমার যে আজ কতকিছু
তবু, কিছুই আমার নাই।
টাকা আছে, পয়সা আছে
আছে গাড়ী বাড়ি ,
সংসার তো শুন্য তবু
শুন্য মনের হাড়ি।
বুঝি এখন,না হয়ে কিছু
হতাম যদি মানুষ ,
শেষের দিনে সঙ্গী পেতাম
থাকতো সাথে মান-হুঁস।
মানুষ আগে হয়েই তবে
শিখো যে সব লেখাপড়া ,
জ্ঞানী,গুনী তবু যে যায়
মানুষ তো ভাই যায় না গড়া।