আজও কি তুই
বৃষ্টি রাতে
একলা ছাদে ভিজিস ?
আজও কি তুই
আমায় ভেবে
একলা ঘরে কাদিস ?
আজও কি তোর্
অভিমান সব
গাল গড়িয়ে পড়ে ?
আজও কি তোর্
অষ্টমীতে
আমায় মনে পরে?
আজও কি তুই
আনমনা হয়ে
হঠাত চমকে যাস?
আজও কি তুই
সন্ধ্যেবেলায় একাই
ফুচকা খাস ?
আজও কি তুই
পঞ্চমীতে
হলুদ শাড়ি পরিস?
আজও কি তুই
সময় পেলে
মাটির পুতুল গড়িস?
আজ কি তোর্
দুঃখ হলে
আমায় মনে পরে?
অজও কি তোর্
নাক টিপলে
তবেই হেচকি ধরে?
আজও কি তুই
বিকেলবেলায়
একাই দোলনা চড়িস?
আজও কি তুই
ফড়িং গুলো
একা একাই ধরিস?
আজও কি তুই
আমার বাড়ির
চিলেকোঠায় যাস ?
আজও কি তুই
মাঝে মাঝে আমার
স্পর্শ পাস?
আজও তোর্
সবটাই দেখ
আমার মাথায় আছে ,
মনটাই শুধু
ভুল করে
তোর্ কাছেই আছে।