সাদা রঙের কাগজে মোরা
ভেতরে তার মশলা ভরা,
দুই আঙ্গুলের ফাঁকে ধরা
ছাই ফেলতে একটু নাড়া।
প্রথম যেদিন তোমায় ধরি
লাগছিলো ঠিক শ্বেত্পরী ,
মাথায় তোমার দিয়ে আগুন
সুখটানে পাই মনেতে ফাগুন।
তোমার চাপেই বুকের ব্যথা
তবু যে ভাবিনা ছাড়ার কথা,
বেকার থেকে সকার হলাম
তোমায়ও একটু বড় পেলাম ,
ঠোঁটের ফাঁকে তোমায় নিয়ে
চলেছি কতো পথ এগিয়ে ,
বন্ধু তুমি বড়ই আপন
করিনি তোমায় কখনো গোপন,
ছেড়ে যেও না আমার হাথটা ,
শেষ পর্যন্ত থাক না সাথটা।