থামেনি আমার কবিতা আজও
সারাদিন লিখি বসে,
মিলছেনা হিসাব কিছুতেই আর
সারাদিন হিসাব কষে।
সবাই ভাবছে থেমেছে লেখা
থেমেছে আমার ছন্দ,
থামেনি কবিতা,থামেনি হিসাব
দুয়েতে লেগেছে দ্বন্দ্ব।
হিসাব হারছে,কবিতা হারছে
জিতছেনা কেউ ওরা,
তুমিও যেমন এত দূরে আছো,
যাবে না কখনো ধরা।
তবুও আমি লিখে যাবো বসে
কখনো না হয়ে ক্লান্ত,
ধরা দিয়ে তুমি, চলে যাবে দূরে
মন কি সেকথা জানত !