চশমা চোখে রোজ দুপুরে
যেতাম আমি তাল পুকুরে,
বসতাম গিয়ে পুকুর পারে
ব্যাগ ভর্তি মাছের চারে,
ছিপ নিয়ে যে চলত খেলা
ফাতনা কখন মারবে ঠেলা,
গড়িয়ে দুপুর সন্ধ্যা আসে
তবুও থাকি মাছের আশে,
ক্লান্ত শরীর নড়ে না আর
শেষের পথে সবটুকু চার,
খালি ব্যাগে ফিরলে বাড়ি
বলবে সবাই মাছশিকারী ,
ফেরার পথে বাজার ঘুরে
নিলাম যে মাছ ব্যাগে পুরে,
নিত্যদিনের এটাই রুটিন
মাছ ধরা ভাই ভীষন কঠিন।