আমি স্বাধীনতা চেয়েছিলাম
বাধঁনের অছিলায় বন্দী থাকতে চায়নি।
জীবনের মুক্তিপন তোমার কাছে গচ্ছিত,
আধঁপোড়া স্বপ্ন গুলো হারিয়েছে আজ।
নির্জন রাস্তা ধরে যাত্রা শুরু,
অপার দিগন্ত একমাত্র পথ দিশারী।
ঘন কুয়াশার আস্তরনের মাঝে মনের,
অপূর্ন আশা গুলো বীলিন হয়েছে।
চাদেঁর স্নিগ্ধ আলোয় বণানীর রূপ,
যেনো মনের গভীর  ক্ষতটাকে জাগিয়ে তুলেছে।
তোমার বন্দী দশা উপাক্ষা করতে পেরেছি,
সম্মুখে বিস্তৃর্ন পথের অশেষ হাতছানি।
যাযাবর প্রবৃত্তিটা দিন দিন প্রকাশ পাচ্ছে,
বাধঁন তো অনেক আগেই ছিন্ন আমার,
দিন কাটে শুধু শিকড়ের টান কাটার অপেক্ষায়।