না তারা কেউ কথা রাখেনি,
না তারা কেউ আমাকে বলেনি,
প্রিয় মিথ্যার আড়ালে অপ্রিয় সত্যটা।
কেউ একবারও ফিরে দেখেনি,
চিতায় সদ্য ভস্মীভূত দেহটার দিকে।
পোড়া গন্ধটা ছড়িয়ে পড়ছে চারিদিকে,
আর জানান দিচ্ছে জীবনের অন্তিম ইতিকথা।
স্বচিন্তায় মগ্ন রাস্তার পাগলীটাও,
ডাস্টবিনে খুজেঁ চলছে আদিম ইতিহাস।
ঘূর্নাবর্তে আটকে পড়া জীবন এখন,
কফিনের সাদা কাপড়টাকে আপন করেছে,
অশেষ শূন্যতাকে পরিপূর্ণ করতে পারেনি,
আজও বিচ্ছিন্নতা ক্রমশ গ্রাস করে চলেছে।
একাকীত্ব একমাত্র সঙ্গী এখন,
দুমড়ে মুচড়ে যাওয়া ভঙ্গুর জীবনের।
পথের ধারে স্থায়ী আশ্র‍য় আজ,
জীবনের শেষ কৃত্রিম সারাংশের।
শধু আশা করে আছি আজও,
তোমার হাতের এক মুঠো মাটির।
আজ জীবনের অন্তিম ক্ষনে এসে মনে হয়,
না আজও কেউ কথা রাখেনি।