পুরোপুরি নিঃস্ব হয়েছে আজ,
অশ্রুধারা এখন আর চিবুক স্পর্শ করে না।
ক্ষণিকের ভাবধারা গুলি দমকা হাওয়ায় এলোমেলো,
চিতার ছাই ভষ্ম গায়ে মেখে,
বয়ে চলছি জীবনের অপূর্ণ আকাঙ্খা।
সময়ের বিন্দু আঘাতে সিক্ত দেহ,
ক্লান্তি যেন ঘিরে রেখেছে ইচ্ছার প্রাবল্যকে।
উত্তাল ঢেউয়ের মতো ব্যার্থতার হিসেবটা,
বরাবর আছড়ে পড়ছে মনের তটভূমিতে।
খুব সামান্য চেয়েছিলাম আমি,
সেই সামান্য আজ অসামান্যে পরিনত হয়ে,
হঠাৎ যেন বিন্দুতে মিশে গেছে।
স্থির মনে হঠাৎ শুনতে পাই,
অজানা এক হাসির শব্দ।
চিরস্থায়ী বাঁধন ভাঙ্গা জীবনকে দেখে,
সবার অলক্ষ্যে যেন পরিহাস করে চলেছে।
সমব্যাথিত শব্দটা বিলীন হয়েছে চিরতরে ,
অচেতন মনে আজও ভেসে ওঠে,
লুপ্তপ্রায় এক প্রানখোলা উচ্ছাস।