অমানবিক সমাজে,
মানবিকতা নিয়ে চিংকার করছো আজ।
ছোট্ট শিশুকে ভোগ্যপন্য মনে করো,
মস্তিষ্কে একি মানবিক সাজ?


কি ধরনের রোমাঞ্চ জাগে
নির্যাতিত নারীর চিংকারে?
রোমান্টিসিজমের সংজ্ঞা কি আবদ্ধ?
শুধুই নারীর অবিরত শীৎকারে।


নারীদেহ ধর্ষন করে,
দিচ্ছ আজ নিজের পুরুষত্ব এর পরিচয়।
অবহেলিত নারীর পাশে দাড়াতে,কোথায় থাকে পুরুষত্ব?
নাকি কাজ করে শুধু সমাজের ভয়।


লাশ ঘরে শুয়ে থাকা নির্জীব লাশটাও
বিকৃত কামের জ্বালায় অতিষ্ঠ।
মৃত শরীরের জ্যান্ত, সুস্থ মানবিকতা আজ,
জলজ্যান্ত  শরীরের দানবীয় অমানবিকতায় পিষ্ট।