কত কথা আছে মনে,কত কথা আছে প্রানে
দেহ পুড়ে হল ছাই
সে কথা খুজে না পাই
বোঝে না যে কেউ মোর মরণ বেদনার মানে।
ছিল রঙিন ছিল পুষ্পিত আজ ভস্ম হয়েছে যা,
না জানি কোন পাপে মন পেল এমন সাজা।
মনে বেজেছিল যে গান
প্রাণে বেধেছিল যে বাণ
সে গানের কথা হারিয়ে গেছে জীবনের কাল সলিলে।
দেখেছিলাম গোলাপেরও ব্যথা
শুনেছিলাম ভ্রোমরেরও কথা
সব রং মিশে হল কালো আগুনেরও ছোয়া পেলে।
স্তব্ধ হল জীবনের সেই চন্চল তানপুরা,
হৃদয় দেখল না মোর সুখেরই স্বর্ণচূড়া
কতশত আশা ছিল মনের অন্তরালে
লাগে না হাওয়ার ঢেউ সে আশার পালে॥