আঁধারের ছাউনিতে মানব ভ্রুণের পথ সুগম ,
না পাওয়া জীবনের শীর্ণকায় অন্কুরোদগম ।
তারপর একটু একটু বেড়ে উঠা ,
একবেলা আধবেলা খেয়ে ঊন হাঁটা ।
ময়লা লেপ্টে থাকা ছেঁড়া বসন ,
নিত্য দিন শরীর ঢাকতে অর্পণ ।
জীবন যাতনায় নেই কোন নিস্তার ,
ক্ষুধা নিবারণে সাহেব বাড়ি আধার ।
কাজে লেগে যায় নাম নিয়ে চাকর ,
কোমল হাতে ভারী কাজের বহর ।
ভারের চাপে ন্যুব্জ ক্লান্ত শরীর ,
তবুও কর্তব্য সমাপনে সদা অধীর ।
বিনিময়ে বাসী পচা উচ্ছিষ্ট অখাদ্য ভোজন ,
উপটোকনে পাওয়া অর্ধচন্দ্র অপবাদ গ্রহণ ।
অন্ধকারের নিখাদ কালো পথে চলে ,
কৈশোর ধাবমান স্বপ্ন দেখা ভুলে ।
রাত জাগা ভোরে ক্লান্ত চোখে ভাবি ,
মানব জনমে কেন এমন জীবনের ছবি ?
রুপের সাঁজে লালিত মোদের বিলাসী মন ,
অন্যের দুঃখে কাঁদে না এই জীবন ।