জীবন সমুদ্রের অংকের হিসাব
মেলানো বড়ই কঠিন
জীবন কখনও হয়ে পড়ে
অন্যের অধীন ।
হিসাবটা ছিলো এলোমেলো
কতক তার মুছে গেলো ।
বাকী যতটুকু ছিল
মনের গহীনে
এককোণে জায়গা নিল ।
তাও আবার ধুলোমাখা মলিন
বেদনার রঙে রঙিন ।
জীবনে পাওয়া শঠতা আর ব্যথারা সব
পুঞ্জিভূত দলে দলে
শিহরণ জাগিয়ে যায়
যাপিত জীবনের পলে পলে ।
হয়তো বা ব্যর্থতা আর অর্থহীনতার দোলাচলে
তবুও মধুরতা যতটুকু তা দিয়েই যে
বেঁচে আছি কোন ভাবে হেলে দুলে ।
জানি হাত বাড়িয়ে পাব না
ভালবাসা তো বাঁধন সীমায় থাকে না ।
তবুও তো হাত বাড়িয়ে যায়
ভালোবাসা পাবার অনন্ত আশায় ।