কামিনীর ঘ্রানে
দোলা লাগে প্রাণে
অশরীরি কত কথা বলে;
চাপা দীর্ঘশ্বাস
বাতাসের ফিসফাস
রাত্তির আরও বেড়ে চলে।


জীবন্ত রাতে
তারাদের সাথে
শুধু তোমাকেই খুজি;
সেতো তোমারই ঠিকানা
যেথা স্মৃতি দেয় হানা
ঐ দূর ছায়াপথে বুঝি।


আলোকবর্ষ শেষে
পথ যেথা পথে মেশে
রাত নিয়ে যায় সেইখানে;
তবে চিরকাল ধরে
আধাঁরকে আপন করে
খুজে নেব জীবনের মানে।


চাইবোনা আমি ভোর
যদি তুমি খোলোদোর
একবার মাথা রাখো বুকে;
এই রাতবেঁচে থাক
সব স্মৃতি মুছে যাক
শুধু তুমি থাকো চিরসুখে।