সব বাঁধ
ভেঙ্গে গেল আজ
দুঃখের নদী হয়ে।ছাই
চাপা প্রেম পেল মুক্তির
প্রথম অনুভূতি।জানি
কতশত অভিমান আছে কারারুদ্ধ
মনের কালকুঠুরিতে;
যদি পারো ভুলে সব যুদ্ধ
নিজের সাথে
করে দিও ক্ষমা
মুছে ফেলে অভিমান যত
হয়ে আছে জমা;
যদি সব ভুল দূরে ঠেলে
হঠাৎ পাশে এসে থাক শুয়ে;
যদি দুহাত দাও মেলে
আমার অশ্রুজলে দেব ধুয়ে
তোমার শতবর্ষের গভীর
অভিমান।