কত অভিমান কত স্মৃতি আজও জমে আছে
কান্নারা জাগে রাত ভেজা বালিশের কাছে।
নিষ্পলক ঐ চাহনি তোমার ফিরে ফিরে আসে
রাতের গভীরে তোমার ঐ ঠোঁট আজও চোখে ভাসে।
এখনো ভুলিনি সেই তোমার বারবার ফিরে তাকানো
একটু প্রেম একটু লজ্জা হাল্কা হাসি মাখানো।
যতবার ঘুরে দেখেছি তোমায় অবশ হয়েছে মন
দিন কেটে যায় তবু আসেনা তোমার টেলিফোন।
কতদিন হল দেখিনি তোমায় ভুলিনি তোমার মুখ
তোমায় হারিয়ে আজ বুঝেছি প্রেমতো অলীকসুখ।
দগ্ধদুপুরে অলিতে গলিতে তোমায় খুজেছি আমি
শোনো উত্তরা তোমার নেশায় করেছি মাতলামি।
গ্রীষ্মের তাপে বর্ষার জলে শীতের হিমেল হাওয়ায়
সবটুকু জুড়ে শুধু তুমি আছো ঊষ্ণ চায়ের ধোঁয়ায়।
আজও অনুভবে সেই উত্তাপ তোমার পরশ লাগে
জানিনা কবে হাত বাড়াবে আমার হাতের আগে।
রুক্ষদিনে বিবর্ণরাতে দুচোখে তোমার ছবি
তোমার শ্রী তে চির মুগ্ধ আমি এক বিষন্ন কবি।