অজান্তে কোনো দিন
দুঃস্বপ্নে অতি ক্ষীণ
একবার আমি যদি আসি;
সবই ভুল মনে করে
আরও দূরে যেও সরে
ঘৃনা ভরে ছুড়ে দিও হাসি।


কারো বুকে মাথা রেখে
দুচোখে স্বপ্ন মেখে
ছুয়ে নিও তুমি সব আশা;
ভুলে যেও এই মুখ
খুজে নিও সব সুখ
মুছে ফেলো তুচ্ছ ভালোবাসা।


অপরূপ কনে সাজে
মিষ্টি মধুর লাজে
কারো চোখে চোখ রেখে তুমি;
ভুলে যেও ফেলে আসা
চোখে চোখে ভালোবাসা
অতীতের উর্বর ভূমি।


অন্য কারো হাত ধরে
চেনা রাস্তার মোড়ে
গল্পেতে তুমি মশগুল;
আঁকবে নতুন ছবি
আকাশে নবীন রবি
শুধু আমি ঝরে যাওয়া ফুল।


বৃহৎ এই জীবনেতে
বহু পথ হবে যেতে
আছে বিশ্বাস এক রত্তি;
ভালোবাসা মিছে সব
নিশ্চুপ অতি নীরব
মৃত্যুই জীবনের সত্যি।।