দেবেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ ( অবঃ)
          তাং০২/১১/২০২০ইং


খুঁজি সারা বিশ্বময়
"ভালোবাসা " কোথা রয়
বাস্তবতায় দেখি না কোথাও।
বৃহৎ থেকে ক্ষুদ্র প্রাণী
সবার অন্তরে শুনি
"ভালোবাসা ভালোবাসা " রাঁও।


ক্ষুদ্র প্রাণে এই জ্ঞান
''ভালো "র যেথায় অবস্থান
ভালোবাসা " সেথা থাকতে পারে ।
মাতা পিতা সন্নিধানে
জিজ্ঞাসিয়া প্রতি  জনে
"ভালোবাসা " র সন্ধান নাই।


অন্তরঙ্গ বন্ধুর কাছে
খোঁজ নিলে তার কাছে
সখা বলে হেন শব্দ শুনি নাই।
প্রভু ভৃত্য সবে বলে
"ভালোবাসা " কোন অতলে
এ তথ্য তো আমার জানা নাই।


সাধু আর ভক্তের উক্তি
তত্ত্ব কথা জানার ভক্তি
আমরা ওই শব্দের অর্থ বুঝি না।
খোঁজ নিন বিজ্ঞজনে
বলতে পারে কানে কানে
ওই ভাবের ভাবুক আমরা কেউ না।


নানা দিক ঘুরি ফিরি
"ভালোর "সন্ধান করি
অদূরে  ধনীর বাড়ির খোঁজ।
প্রশ্ন করি গৃহস্থ ঠাঁই
"ভাল বাসা " পাব কই?
ধনী পুত্র সমাদরে, বলে, "আসুন গৃহ মাঝ "।


"আমার বাসা " ছয় তলা
দেখা শুনায় হয় উজালা
ভাড়া হবে ছাব্বিশ হাজার।
"ভাল বাসার " বেশি ভাড়া
সব কিছু মন কাড়া
কিন্তু, "ভালোবাসা "চাইলে আমরা নাচার।


"  ভালোবাসার " নাই রূপ
লক্ষ টাকায় মেলেনা সেরূপ
শান্ত, দাস্য, বাৎস্যল্যে তা হয় অনুভূত।
শুনুন বন্ধু ভাড়াটিয়া
বলছি আমি আগবাড়িয়া
ভালোবাসা" কাঙ্গাল নইলে হবেন পরাভূত। "


ভালোবাসা বিশ্বময়
কুঁড়িয়ে তা নিতে হয়
উদার চরিত্র ব্যক্তি সহজে তা পায়।
চরিত্র পবিত্র ব্যক্তি
সুধি সঙ্গে অনুরক্তি
ভালোবাসা " তাদের কাছে অনায়াসে যায়।