দুগগা তুমি কোথায় থাকো ?
কোথায় তোমার বাস ?
সত্যি কথা বলবে আমায়
তোমার ঠিকানা কৈলাশ ??
আমাদের গাঁয়ের বাড়ি,
সেথায় ও এক দুগগা থাকে,
নেই তার যদিও দশটি হাত।
তোমার মতো নয় সে দেবী-রূপী।
তোমার স্বামী শিব,
                   নেশা করলেও কত ভালো।
তাঁর স্বামী ভোলা-
নেশা করেই সেদিন তাঁর গায়ে আগুন দিলো।
তোমার কতো শক্তি মা গো!
একটি অসুর নিধন করতে
                            দশটি হাতে অস্ত্র।
মোদের গাঁয়ের সেই মেয়েটি
                            যাঁর নাম দুগগা,
সেদিন রাতে তাঁর গায়ে ছিল না কোনো বস্ত্র।
দেহখানি তাঁর শোয়ানো ছিল
                             খড় আর পলিথিনের ওপর।
বারে বারে বাঁচতে চেয়ে
                        যন্ত্রনাতে হচ্ছিল সে কাতর।
সেদিন যদি থাকত মা গো
                          তোমার মত দশটি হাত,
একাই সে করত ঐ স্বামীনামক অসুরটিকে কুপোকাৎ।।