তোর বায়নারা
           এলোচুলে ঘোরে
আমি দোলাচলে
           কাক ডাকা ভোরে
জেগে থাকা রাত
           আলগোছে মাখি
তোর ভেজা গাল
           আমি ছুঁয়ে থাকি।


যদি হাসি মুখ আড়মোড়া ভাঙে,
            লাল লিপস্টিক অভিমানে রাঙে,
ওই কালো টিপ গালে টোল হাসি
            মেঘ গলে জল আমি বানভাসি
তোর অভিসার এক বুক প্রেম
            আমি নিশাচর যদি জানতেম,
হাত ধরাধরি যত অলিগলি,
             তুই লাস্ট ট্রেন আমি ছুটে চলি।।


একলা মেঘ     ভিজে আয়
স্বপ্ন গুলো       ভিড়ে যায়
বেনো জল      ব্যর্থ হাসি
কালো চাঁদ      ভালোবাসি
মিথ্যে প্রেম      হারা সুখ
মৃত গল্প         আবছা মুখ