সে আমার রেলিং জুড়ে সন্ধ্যে নামায়,কানে ফিসফিস,ভালোবাসি ভালোবাসি
সে আমার মেঘলা দুপুরে একচালা রোদ,দুচোখে প্রেম,একলা সর্বনাশী,
কিছু রাতজাগা,কিছু মনে ব্যথা,ফেরী লঞ্চঘাট,মেঠো কাশফুল,
রক্তে জাগানো আলতো আদর,অভিসার আজ প্রেমে মশগুল;
ঝরা পাতা জুড়ে রঙ ছোঁয়া ঘুড়ি,প্রেম ধারাপাত,প্রেম অভিনয়,
অশরীরী রাত,কাঁধের আঁচড়,ছেঁড়া মাস্তুলে চাঁদ প্রেম হয়??


অথর্ব কিন্তু সাধারণ,বেহিসেবী কিছু প্রেম জন্মায়,চোখ তুলে চায়,
আমি রাত গুনি,কথার খেলাপে অবসর ভেঙে আসে,প্রেম অসহায়;


সে যখন নাকের নথে বর্ষা মাখায়,শ্যামলা আঁচল ভোরের আলোয় অসাবধানী
সে যখন বিকেল খুঁজে কষ্ট বসায়,সন্ধ্যেবাতি,আলোয় ছুঁয়ে ভীষণ দামী,
কিছু অকারণ,কিছু কালো মেঘ,রাত অভিমান,নতজানু সুখ,
ভোর আলো মাখে সস্তা বালিশে,প্রেম আধফালি,ঘুমভাঙা মুখ,
ঢেউ ভিজে রাঙা পথে সে চিবুক,প্রেম মিঠে রোদ,প্রেম মহামারি,
একলা আবেশে ঠোঁট এলো প্রেম,শাড়ির আঁচল,প্রেম রাশভারী।।