কালো জ্যাকেটের চেনের ভিতর লজ্জা রাখা থাকে
জঠরের অন্ধকারে চলে উতসব


স্যাক্সফোনের ভিতর আমি তোমাকে দেখিছি
চুইয়ে পড়া বিকেল


শিখছি মুল্য
ব্যর্থ জীবনের লুকোনো কয়েন ও আপেল


আমাদের ঘুম হীন রাতের কাক মরে গেলে
মাতাল হয়ে যায় চৌরাস্তার হাসি


জন্মাতে ভুল করেনা কয়েকটি বিষন্য পাখি-গান
ও উল্কার বিপন্যতা