রঙিন উলের বল
তক্তপোষের কথা মালায়
বুনে ছিল দুপুরের রিংটোন
বন্য কবিতা

রঙিন উলের বল
সস্পেনের সিনেমায়
গ্যাশ ওভেন জেলে ছিল
চায়ের সবূজ ঠিকানায়,
ভরা এলবাম

রঙিন উলের বল
সড়ক পথ রেখে ছিল বিছানায়
ঘড়ির পেন্ডুলামে রান্না ঘর জেগে থাকে
রূপ কথার অপেক্ষায়

রঙিন উলের বল
হারমোনিয়াম যুড়ে বৃষ্টি নামলে
দেখা হয় রাস্তার ভিড়ে
ফেলে দেওয়া ছাতা

রঙিন উলের বল
বিছানার চাদর        আলমারির কোনায়
গোছানো বছর
আপেলের ডাইরি খুলে যায়

রঙিন উলের বল
দিয়ে ছিলো জলের গেলাস
পালকের চিন্তায় ময়ূরের নাচ
বৃষ্টি জীবন