।।আমার কবিতা।।
  দেবপ্রসাদ জানা
    ১৮.০১.২০২১


শালিকের কানে কানে,বলছে বাতাস।
চলো আজ দেখে আসি,গঙ্গাবক্ষমেলা।
জোছনা মাখা সাগরে,স্রোতের উচ্ছাস
সাগরের বুকে ডুব,দেবো ভোরবেলা।


সাগরের বুকে দেখি,জোছনার নৃত্য।
চাঁদের বাড়িতে আজ,প্রেমের বাসর
ঘুমঘোর চাঁদ বলে,ঘটনাটা সত্য।
থরথর কাঁপে তার, রূপালী অধর।


নিথর বালুর তটে,শুকনো বাতাস
ছদ্মবেশে স্নেহময়,সাগরের জলে।
সাবলীল জোছনার,অলীক প্রয়াস
শুকনো বালুর গায়ে,ঘনঘন ঢলে।


যেমন চেয়েছি আমি,আমার কবিতা
চাঁদ বলে অনাদরে,সব ছেঁড়া খাতা।