বেঁচে তো আছি বেশ অনেকদিন আর কেন?
রূপ গেছে, চুল গেছে,দাঁতও পড়েছে কয়খানা।
তাই বেঁচে থাকতে থাকতেই -
একবার নিজে তোমার জীবন ডাইরীতে-
আমার আত্ম কথা,লেখা যাক -ঠিক কিনা?
এই যে জীবনে এত অন্ধকার দিক,
যা তোমাকে এখনো ব্যক্ত করা হয়নি।
অসাবধানে ঘটে যাওয়া কোনো ঘট
না আজ যদি তোমার কাছে প্রকাশ পায় -তাহলে?
তুমি কি আমায় ঘৃনা করবে?
যদি, তুমি ছাড়া আরো কেউ আমার বাহুবন্ধনে বন্দি থাকে আজও -
তাহলে কি তুমি-অনাদরে সরিয়ে দেবে?
আমার খোলা ডাইরীটা বিছানায় পড়ে থাকতে দেখলেই
লাফ দিয়ে সেটা পড়তে চলে যেতে বেডরুমে।
আমার ফোনটা পেলে আমার অনুপস্থিতিতে সেটা খুলে দেখতে,
পেতে কি কিছু?
আরে আমিতো ওখানে ভালো ভালো কথা -
তোমার নামেই লিখে রাখতাম।
যতই আগলে রাখো আমাকে
আমি যে তোমার থেকে সব লোকাতে সক্ষম ছিলাম।
আজ তোমাকে সব বলছি কারণ আর কদিন?
যতদিন বেঁচে আছি আর কি ততদিন বাঁচব?
তাই -
মৃত্যুর আগে নিজেকে তোমার কাছে খুলে দিলাম।
তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করছ?
আসলে এটা জীবনের একটা অধ্যায় -
তুমি নিশ্চয়ই জানতে চাইবে কে সে?
আয়না দেখো দেখতে পাবে।
====