ইতিহাস বলে রক্ষা করো
বাঁচাও।
আমি আর রক্তাক্ত হতে চাই না।
রক্ষা করো।
হিংসা, দলাদলি,মারামারি,
ধর্ষণ,গনহত্যা এবার বন্ধ করো।
লিখতে লিখতে কলমের মুখে উঠেছে রক্ত,
এবার বন্ধ করো।
বাতাসের গায়ে রক্ত।
মাটির পায়ে রক্ত।
মায়ের আঁচলে রক্ত।
শিশুর পাঁজরে রক্ত।
বাবার কপালে রক্ত।
বন্ধ করো।
ইতিহাস বলে বাঁচাও-
এবার বন্ধ করো।
বেঁচে থাকার লড়াই।
মানুষে পশুতে।
টিকে থাকার লড়াই
মানুষে মানুষে।
সিংহাসনের লড়াই
ভাইতে ভাইতে।
ক্ষমতার লড়াই রাজাতে রাজাতে।
গদির লড়াই নেতাতে নেতাতে।
লুঠপাটের লড়াই তোমাতে আমাতে।
ইতিহাস কাঁদে ঘরদোরেতে।
আর নয় আর নয়।
বন্ধ করো বন্ধ করো।
সূর্য কে তার শিকড় হতে
উপড়ে ফেলো,
আনো পৃথিবীর কাছে
যত পাপ হিংসা সব পুড়িয়ে ফেলো একেবারে।
অন্ততপক্ষে একবার।
ভয়ে শিউরে উঠছে পৃথিবী।
ইতিহাস বলে রক্ষা করো
আর নয়।
===