আবার অন্ধকার


ঝড় আসেনি এখনো
একটা কালো মেঘ
ছেয়ে আছে
আমার আকাশ।
বৃষ্টি ঝরেনি যদিও
আমার আকাশে
ক্লান্তির ছায়া।
একটা গুমোট -
একটা বেদনা -
স্বপ্নাতুর চোখে
যেন না পাওয়ার
করুণ  আকুতি।
থানার নারকেল গাছটায়
একটা বাজ পড়লো।
আমি একা বসে আছি
চিলেকোঠার নির্জন ঘরে।
বেশ কিছুক্ষন
অন্ধকার।
চোখের তারায়
অত্যধিক আলোর
আঘাত।
সন্ধে হয়ে এলো
একটা শিয়াল
ডাকছে।
ঝি ঝি পোকারা
ডাক ছাড়বে এবার।
একটা জোনাকি
মৃদু আলো জ্বেলে
কি যেন খুজতে
বেরিয়েছে।
কানের কাছে বোঁ--বোঁ
শব্দ শুনে হাত মারলাম।
মশা !
অন্ধকার গাড়ো হচ্ছে।
ঝড় আসেনি এখনো।
বাতাসে বৃষ্টির গন্ধ।
হাতে কলমটা নিঃশব্দে
নিঃশর্তে, লেখা বন্ধ করে।
রাস্তার
কুকুর গুলো অকারণে
চিৎকার করে গেল।
আমি একা।
বসে আছি জানালায়
চিলে কোঠার উপরে।
ক্লান্তি -
যেন লড়াই শেষ।
দৃর পাল্লার ট্রেন
হুইশেল মেরে চলে গেল।
ধুকপুক করছে বুকটা।
প্রেসারটা আজ কাল বেশীই থাকে।
দুরন্ত এক্সপ্রেস টা বুকের ওপর দিয়েই-
মনে হয় চলে গেল।
আমি একা নির্জনতায় গতিহীন মুগ্ধ হয়ে বসে আছি।