।।এই তো বেশ আছো।।
    দেবপ্রসাদ জানা
       ১৬.৭.২০২০


বলেছিলে না আমাকে ছাড়া বাঁচবে না। বলেছিলে -
"তোমার বাগানের বেল ফুল যত ক্ষন জল ছাড়া বাঁচে,
ততক্ষন ও তোমাকে ছাড়া বাঁচব না"
বলেছিলে কিনা? তবে?
বেশতো আছো স্বামী সংসার আর তোমার মন।
কই এখনতো আর মনে হয় না আমার কথা।
বলেছিলে সারাজীবন -সারাজীবনের এই বন্ধন।
বয়স বাড়ছে, এ শুধু বয়সের বাড়াবাড়ি।
এখন কি আর সোহাগ মানায় না আড়ি।
আমি একান্তে অজ্ঞাতবাসে তোমার স্মৃতি নিয়ে
বাঁচি। এখনো- না লজ্জার কিছু নেই।
ভালোবাসা আছে গভীর মনের ভিতরেই।
ভালো আছো- আমাকে ছাড়া বাঁচতে শিখে গেছো
আর কি? মনের ইচ্ছে গুলোকে নষ্ট করো না।
এক সমুদ্র জলের ওপর আমার একটা ডিঙি নৌকা মন।
তাতে তোমার বিশালাকায় পর্বত সমান হৃদয়
কোনোদিন ভাসতে পারে না।
ভালোবাসার নরম শিশির ভেজা ঘাসে প্রখর রৌদ্রতাপ -
নরম জোছনা হারায় গভীর আঁধার কুয়াশায়।
ভোরে ফোটা শিউলি ফুলে আমফান ঝড়ে
ঝরে পড়ে মাটিতে - সব তোমার ভালোবাসার মতই ।