।।আগুনে।।
দেবপ্রসাদ জানা
  ২০.১২.২০২০


শীতের চাদরে ঢাকা,আমার পৃথিবী
আগুন চাইছে আজ,বড় ঠান্ডা লাগে
ফুটপাতে,খালপাড়ে,দেখেছ কি ছবি?
রেলের লাইনে,তার দুইপাশে ভোগে।


বুকে আমার,অচেনা রোগের পাহাড়
বুকের ভেতর রাখা,গোপন সন্ত্রাস।
কেউ না জানুক,তোরা জানিস কাহার,
ভয়ে ভীত?চলে যাবো,একটু দাঁড়াস।


জানি কষ্ট দেয়া ওই,তোমার আগুন
আজ আমার হৃদয়ে,প্রাণ ভরে দেবে।
দেহের ভেতর ভাসে,আমার মরণ।


গুণী যারা মন্ত্র পড়ে,করেছে বারন।
বেরলে,বেঘোরে প্রাণ,শেষ ঘুমে যাবে,
আজ তাই মোর ঘরে,চেয়েছি আগুন।