আহারে মেশিন !


ডাক্তারবাবু এক্সরে দেখে -
বলেন ভাই ভোলা।
বুকের ভেতর আটকে আছে
বড়  আরসোলা !
জীবিত এক তেলাপোকা
আছে বুকের ভেতর।
বিদেশ গিয়ে অপারেশন
করতে হবে সত্বর।
এই ব্যবস্থা নেইকো হেথা
বিদেশ যাওয়া চাই।
বিদেশ গেলে ভালো হবে
আর কোনো পথ নাই।
এক্সরে হলো বার বার
একই জায়গা দিয়ে।
আরসোলাটা ঘুরছে সেথা
খোলা জায়গা পেয়ে।
ডাক্তারবাবু ভয় পেয়ে
চলে যান না ভাই।
হেথায় মোদের তোমার তরে
কিছু করার নাই।
বড় বড় ডাক্তার দেখে
বলল সেই কথা।
বুকের মধ্যে আরসোলা ঘোরে
হয় নাকো ব্যথা?
অগত্যা আর কি করা
সিঙ্গাপুরে গেলেন।
অপারেশনের জন্যে টাকা
লোন করে নিলেন।
সেখানকার ডাক্তার বলেন,
কি হয়েছে ভাই?
বুকের ভিতরে তেলাপোকা
দেখতে নাহি পাই।
তবে যে দেশে, ডাক্তারবাবু
এক্সরে দেখে বললেন।
বুকের ভেতর তেলাপোকা
এদিক ওদিক করছেন।
শুনে সেথায় ডাক্তারবাবু
হেসে কুপকাত।
মেশিনের ভিতর তেলাপোকা
করছে বাজিমাত।
এইতো মোদের স্বাস্থ্য সেবা
এইতো মোদের দেশ।
টাকার লোভে সবাই কেন
গড়ছে, এমন পরিবেশ।
উন্নত আর উন্নয়নে স্বাস্থ্যে
মরচে ধরে।
এগিয়ে বাংলা এগিয়ে এসে
মুখ থুবড়ে পড়ে।
-------------