।।আজ কেন মুখ ভার।।
      দেবপ্রসাদ জানা
          ২২,৫,২০২০
ও আকাশ ও নীল আকাশ
আজ কেন মুখটা ভার।
কাল যে খুব আঁধার বেলা
চোখের জলে ভাসালে।
আজ কেন শান্ত এত?


ও বাতাস আজ এত শান্ত কেন?
কাল যে খুব রাগ দেখালে
ভাঙ্গলে সুখের ঘর।
কাল দেখে মনে হচ্ছিল কেমন পর পর।
ভাঙ্গলে সব গাছগাছালি
ভাঙ্গলে টিনের ঘর।
শহরতলী গুঁড়িয়ে দিলে গ্রাম চটকিয়ে।
দেখোতো কেমন ক্লান্ত ওরা,
তোমার সাথে লড়াই করে ।
আজ নড়তে পারছে না,চলতে পারছে না।
গায়ে ভীষন ব্যথা। পাকা ফোঁড়া ব্যথা।
বেলফুল গাছে ফুল ফুটতে দাও নি একটিও।
জবা ফুল গুলোও রাগে ছিঁড়ে ফেলেছ।


দেখতে পাচ্ছো ও বাতাস
থাকতে পারতে আরো কটা দিন।
আমরা লড়াই শিখে গেছি।
আয়লা ফনি বুলবুল,
তারাও করেছে ভুলটুল।
তারাও ছিল টান টান।
কি যেন নাম? আমফান
আমরা লড়াই শিখে গেছি।
এত বড় মহামারী,মরেছেও বাড়ি বাড়ি।
ভয় পাই না আর।
দেখো আজ তোমার মুখটাই ভার।