আকাশের আজ মন
ভালো নেই।
বরষা আসেনি আজ ও।
কথা দিয়েছিল সে আসবে
করেছিল একটু রাগ ও।
অভিমানে ভরা মন
আসবে কি আর -
মেঘ এসে ঘুরে গেল
কেন এত রাগ তার -
বাজ ডাকে বার বার
ঝড় আসে তবুও
অভিমানে ভরা মন
করে নাকো ক্ষমাও।
আকাশের মন তাই
ভেঙ্গে গেছে এবারে
লজ্জায় লুকিয়েছে
কালো মেঘের আড়ালে।
সকলে এলো।
সকলে এলো সময় মতো
সে এলো না।
শরৎ এলো,বসন্ত ও এসে ঘুরে
গেল একটু -
গ্রীষ্ম এলো থেকে গেল
থেকে গেল বহুদিন
সুধু সে এলে না।
কথা দিয়েছিল
আসবে
আকাশ কে তার করে
রাখবে। একান্তে-
তোমার জন্য সবাই
অপেক্ষায় আছে-
তৃন সেতো ছোট্ট
কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে
মৃগ ! চাতক রয়েছে তাকিয়ে
শীত। তোমার মা সেও ছিল
কিছু দিন
চলে গেছে।
দেখা পায়নি বলে
রাগও করেছে
হয়তো।
কথা দিয়েছিলে
আসবে।
মিথ্যে?
না তাতো তুমি নও
দেরি করো বরাবর
কথার খেলাপ তো করো না-
কবে আসবে তুমি
বলো না।
হ্যাঁ। আমরা আছি
এখনো -
এসো
দেরি করো না।
===