।।এখনো শেকলের দাগ।।
      দেবপ্রসাদ জানা
           ২.৭.২০২০
নারী তোমার হাতে এখনো শেকলের দাগ।
নারী তুমি শুনছ,
তোমার হাতে শেকলের দাগ।
হাসছো? হেসো না।
তোমার হাতের ঐ নোয়া, ঐ শাঁখা সিঁদুর।
সবই তো তোমার বন্দীদশা।
ও গুলোই তো শেকল, পরাধীনতার ।
নারী তুমি অপেক্ষা করো,আরো একশ বছর।
তখনো তুমি ঐ শাঁখা নোয়া সিঁদুর ছেড়ে
পারবে না নিজেকে স্বাধীন করে তুলতে।
হ্যাঁ হ্যাঁ আরো একশ বছর পরেও তুমি দাসত্ব থেকে
মুক্তি পাবে না।
তুমি যে পরজীবি।
এ দাসত্ব তুমিই নিজেই বেছে নিয়েছ।
অন্য ঘরের পরিচারিকা তুমি।
তোমাকে একেবারে নিজের মতো করে গড়ে নিচ্ছে পুরুষ।
নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই।
রিক্সাওয়ালা সেও তার বউকে শাসন করে।
দেশের প্রধান সেও তার বউ শাসন করে।
মর্যাদা দেওয়ার নামে দাসী।
জানো না?
তোমার জন্য অপেক্ষায় থাকে একটা পরিবার।
এই তোমার শশুর এই শাশুড়ি আর এই তোমার ঘর।
সব দেখা শোনা করার দায়িত্ব তোমার।
তুমিই মালকিন।
বলে কিনা? তবে?
অবহেলা করলে -তুমি ভালো নয়।
মানে ভালো বউ নয়।
নারী তুমি ভুলে যাও-
ওই যে শৈশব থেকে যৌবন,
যৌবন থেকে বার্ধক্য।
তোমার শরীর মন চলন বলন সব।
ঘরে ঘরে শুধু কারখানা।
পরিচারিকা তৈরীর কারখানা।
বাবা বলে, ঠিক করে কাজ শিখে নাও।
পরের ঘরে গিয়ে করতে হবে।
মা বলে, কিছু পারিস না যাদের বাড়ি যাবি -
তারা বাবা মাকে গালাগাল দেবে।
কিছু শেখায়নি বাবা মা?
নারী আরো একশ বছর পরেও -
তোমার হাতে শেকলের দাগ।