অকস্মাৎ প্রেম
দেবপ্রসাদ জানা
১১.৭.২০২১


বুকের পাঁজরে বাজে বিষন্ন সরোদের সুর।
শরীর জুড়ে অজানা কম্পন।
রক্ত মাংসের শরীর খোঁজে একটু প্রেম।
কেন এলে তুমি অচেনা অজানা রমনী
কে তুমি প্রেমিকার বেশে ?


নিজের ভিতর ভালোই ছিলাম এতদিন
হঠাৎ কেন এলে–
বাজাতে এমন করুণ -বিষাদের ধ্বনি
খুব ভালো লাগে তাই না?
বেদনার সারোদ বাজাতে মনের ভিতরে।


মায়ায় জড়িয়ে নিতে চাইছ কেন পলকে?
অচেনা সুন্দরের পাতা ফাঁদে একলা আমি।
তোমাকে সঁপে দেবো অচিরে -


খালি দু'টি হাতে তোমার পরশ পেতে মন
কেন চায় বার বার?
প্রেম আসে,প্রেমের কালি মেখে পূর্ণিমারাতে
জোছনায় স্নান করে বলে পৃথিবীর কানে-
চুপিচুপি, ভালোবাসি ভালোবাসি।


সমস্ত আরতি বিনির্মাণে যখন কেটেছে
জীবনের ষোল আনা–তখনো প্রেম
হৃদয়ের দরজায় কড়া নাড়ে সবার অলক্ষ্যে।


কেন এলে, হে প্রেমের বাদক
কেন বাছাও আমাকে নিঠুর মাদলে।


বসন্ত দিনে-কোথা ছিলে রমনী?
আজ কেন দিলে প্রেমের মাদুলি?
ত্রিতালে তিমির বেহাগে বাজাও সারোদ–
করুণ সুরে - বিরহের গানে অযথা।
ফিরে যাও প্রেয়সী প্রেমিকা -
প্রেমের আগুনে দগ্ধ হওয়ার আগে।


হৃদয়ের রক্ত দিয়ে আঁকতে দাও
অনুপম তোমার ওই সুন্দর মুখ-মনের ভিতরে।