এক খানা পুরো প্রেমের কবিতা তুমি।
না পুরো এক খানা প্রেমের কবিতা বই।
তুমি দিন তুমি রাত্রি।
তুমি জোছনার স্বপ্ন
না তুমি জোছনার সই।
একখানা পুরো প্রেম তুমি।
তুমি গোলাপের পাপড়ি।
তুমি চাঁদের নির্মল জোছনা।
তুমি সুনীল গাঙ্গুলী নীরা
তুমি জীবনানন্দের বনলতা
হ্যাঁ একখানা পুরো প্রেমের কবিতা।
চার হাজার বছর বদ্ধ গুহায় থাকলেও তুমি চির নতুন।।
বসন্ত তোমার শরীর জড়িয়ে থাকে।
চৈত্র তোমাকে আদর করে রাখে।
তুমি মমতাজ বেগমের আত্মা।
পুরো একটা তাজমহল।
তুমি কবির আকাশ।
বরষার বাতাস।
তুমি বৃষ্টির পরের মাঠ।
তুমি ঝরা ফুলের কান্না  
তুমি তেপান্তরের মাঠ।
নদী বরষার।
তুমি আগুনে পোড়া সোনার গহনা।
তুমি চিত্রলেখা,তুমি সঞ্চিতা,তুমি পিঙ্কি
তুমি মনিকা।
তুমি কবির বুকের আশা।
তুমি শুকনো নদীর বান।
তুমি ভাটিয়ালি সুরে গান।
তুমি সহস্র কবিতার হরফে লেখা
কান্না ভেজা আঁচল।
তুমি প্রেম।