মেঘ ডাকে ঘন ঘন
তুমি এলে সহষা।
একলা আমি বসে আছি
করো নাকো ভরসা।।
বেল যুঁই  ফোটে নাই
আসিয়াছে নিশা কাল।
চাঁদ নাহি হাসে আর
আসিয়াছে মহাকাল।।
ভোরে ফুল ঝরে যায়
নিশি কাটিবার লাগি।
সুবাসেতে ভরে যায়
বাতাস উঠেছে জাগি।।
কে গেঁথেছে মালা আজ
লাল নীল ফুল কই।।
ঝড় এসে তুলে নেবে
আজ তাদের দাম কই।।
কে দিয়েছে কালো রঙ
আকাশেতে ছড়িয়ে।
নীল রঙ নেই কেন
গেছে কই হারিয়ে।।
কে দিয়েছে মধু মেখে
সৃষ্টি ছাড়া বাতাসে?
কেন আজ গাছে গাছে
পাখি শুধু হতাসে।
কালো মেঘ উড়ে যায়
বলো কার খোঁজে তে।
কোন দেশে যাবে আর
বরষাকে বোঝাতে।।
মেঘ ডাকে ঘন ঘন
ছুটে ছুটে আয়রে।
ঐ বুঝি কালো মেঘ
পথ ভুলিয়া যায়রে।।
এলে কেন আজ তুমি
আজ আমি একেলা।
কাল এসো ভোরতে
থেকে যেও দুবেলা।।
ঐ বুঝি এলো ঝড়
মেঘ ডাকে স্বজোরে।
এই বেলা চলে যাও
পোড়ো নাকো নজরে।।
ভয়ে ভয়ে কাঁপে মন
তুমি এলে সহষা।
আজ আমি একা ঘরে
এলো বুঝি বরষা।।।


==========


==========