।।আলোর বার্তা ।।
দেবপ্রসাদ জানা
১৭.৬.২০২০
আজকে যারা তোমাকে অস্থির করছে
কাল তারা আর থাকবে না।
আজকে যারা তোমাকে ভয় দেখাচ্ছে
তারাও কাল ভয় পাবে।
আজ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছো
কাল মেরুদন্ড সোজা হবে।
রাক্ষসরাজ রাবন ছিল
দুর্যোধন শকুনি ছিল
কংস ছিল, হিরন্যকশিপু ছিল।
বাবর হুমায়ুন ঔরঙ্গজেব ছিল।
দুশো বছর ইংরেজ ছিল।
পৃথিবী তাদের মুঠোয় ছিল।
আজ নেই।
অতীব দুঃখের দিনও হারিয়ে গেছে আজ।
মৃত্যুর ছোঁয়ায় পরিপূর্ণ আঁধার পৃথিবী একদিন
আলোর ঠিকানা পাবেই।
রক্তে ভেজা তার মাটি।
পোড়া ছাই লেপা তার গা
তার বুকের ভিতরে এক একটা তাজা লাশ।
শিশুর হাতে গড়া মৃন্ময়ী পৃথিবী -
কখনো ভাঙ্গে, কখনো গড়ে
যুগ যুগ ধরে একই, বৃত্তাকারে ঘুরছে সব।
ভবিষ্যতের আলো জীবনের জানালায় উঁকি দিচ্ছে
এখন শুধু অপেক্ষা -