খুন্তি হাতে সকাল বেলা
নাইটিটাকে গুটিয়ে।
বউটি আমার রান্না করে
কি দারুন চুটিয়ে।।
মাছের ঝোল ভাত করেছে
ঝিঙে আলু দিয়ে।
কালো জিরে বেটে দেওয়া
হালকা ঝাল দিয়ে।
উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ
যতই তুমি দাও না।
মেয়েরা সব আঁতকে ওঠে
মুখে সেতো দেয় না।।
শুরু হয় তার বকবকানি
হাজার খানিক বচন।
সব রাগটা লাফিয়ে পড়ে
শোনে নাকো বারন।।
কাপড় কাচা ঘর মোছায়
বিরাম নেইকো তার।
বাসন গুলো মাজতে গেলে
দেখতে হয় বাহার।।
সকাল সন্ধে পড়ানো তার
ভীষণ রকম তেজ।
মেয়ে দুটিও দারুন চালাক
যেন কুত্তার লেজ।।
আমি আছি ভীষণ জ্বালা
ভীষণ রকম বিষ।
কথার মাঝে গলা বাজে
যেন রাজাধিশ।।
যাত্রা দলে রাবন সেজে
ঝগড়া করি বেশ।
স্বামী স্ত্রীর ঝগড়া নাকি
চলে সারা দেশ।।
আসতে যেতে মুখ ঝামটা
পড়ায় সে ছাত্র।
কথা কিছু বলতে গেলে-
এইতো এলাম মাত্র।
কথায় কথায় কথা শোনায়
এমন তার রোষ।
সব কথাতেই খূঁত ধরে সে
সব কাজেতেই দোষ।
রান্নাটা তার মিষ্টি ভারি
আদর করে খাওয়ায়।
পরিপাটি সবই আছে
আছি প্রেমের ছায়ায়।
চেয়ার পেতে টেবিল  মুছে
বেশ পরিপাটি করে।
চোখের তারায় আগুন আছে
ভয়ে সবাই মরে।
কথার ঝাঁপি বন্ধ নেইকো
হরেক রকম কথা।
আকাশ পাতাল কি যে বলে
বুঝি না আগা মাথা।
এত কিছু করেও গিন্নী
হাসতে জানে বেশ।
আস্তে কথা বলতে হবে
নইলে খাবো কেস।
ঝগড়া নয়তো প্রেম এটা
দারুণ মজার নাটক।
সব ঘরে এটাই যেন
খুবই মুখোরোচক।
===