কেন তোমরা মরে মরে থাকো
ফুটপাতে?
বেথুন স্কুলের ধারে।
হেদুয়া পার্কের পাশে
সমস্ত জীবন ধরে
ঘরহীন,
বস্ত্রহীন,
খাদ্যহীন হয়ে।
তোমরা লড়াই করো
প্রকৃতির সাথে,
দেহের সাথে,
এই লড়াইটাই করো না কেন?
দেশের সাথে,
রাজ্য রাজনীতির সাথে।
বলতে জানো না ধীক্কার দিয়ে
এই শীতে,বরষায়,প্রচন্ড উত্তাপে।
তোমরা মরতে মরতে বাঁচো।  
যদিও তোমরা মরার জন্যই বাঁচো
দাঙ্গা লাগলে গুলি যে খাও
আমি যদি তোমাদের সঙ্গে
লড়াই এ থাকতে পারতুম।
যদি পারতুম তোমাদের বুকের গুলিটা নিজের বুকে নিতে,
কি করে নেবো?
আমাকে যে ঘরের বাইরেই যেতে দেয় না।
আমি যে বিকলাঙ্গ,
স্মৃতিহীন, স্বপ্নহীন,
চক্ষুহীন হয়ে আছি
সব দেখছি।
তবু চোখ বন্ধ করে আছি।
যারা তোমাদের ব্যবহার করে
তারা আমাকে বেঁধে রেখেছে।
ভদ্রতার দড়ি দিয়ে,
আমি যদি সত্যি
একেবারে শূন্য হয়ে যেতে পারতাম -তবে !
===