কবি একটু আনন্দ দাও
কেন বৃথা চেষ্টা করো ভাঙতে
গড়তে।
কবি একটু স্বষ্তি দাও কলমকে।
সমাজ,রাজনৈতিক,
শাসন,সামাজিক গঠন
এ তোমার জন্য নয়।
কবি তুমি যুদ্ধ করো কলমে
আন্দোলন করো কলমে
পিটিয়ে মারো কলমে
এত যে পরিশ্রম করাও তাকে
একটুতো বিশ্রাম দাও।
খাতার ওপর লড়াই করতে করতে পরিশ্রান্ত সে -
মুক্ত করো, মুক্ত করো দাসত্ব থেকে।
কবি তুমি কেন আয়না করো
কবিতাকে?
দর্পণ তো আছে।
কবি তুমি তোমার আবিস্কার গুলোকে
বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাইছ তো?
পরিবর্তন করতে চাইছতো চিরাচরিত প্রথা?
পারবে?
পারবে না বোধ হয়।
যদি পারো তাহলে একটু শক্তি দিও আমায়।
আমিও কলম দিয়ে লড়াই করব।
সমাজের সাথে
কুসংস্কার গুলোর সাথে।
দেবে?
যদি দাও, তাহলে কলমে ভরে দিও তোমার রক্ত -
একটা সাদা খাতা দিও।
তাতে আমি লড়াইয়ের ময়দান করব।
কবি রাগ করে কলমের ওপর অত্যাচার করো না।
ও যে তোমায় বড় ভালোবাসে।
আমার ওপরেও রেগে যেও না যেন।
===