ভাবছি দু লিটার অমৃত,কিনে আনব,
স্বর্গের বাজার থেকে।
এই পঞ্চাশ বছরে কতবার যে মরলাম।
তাই আবার মরার আগে দু লিটার অমৃত চাই।
তুমি যে ভালোবেসে ফেলেছ আমায়।
তাই তোমার সুন্দর মুখটা,তোমার ভালোবাসার
তোমার আদরের সময়তো বের করতে হবে।
অমৃতরস চাই।
আচ্ছা স্বর্গে দেবদেবীরা কি একবারই -
খেয়েছিল অমৃতরস।
সেই সমুদ্রমন্থনে।
আর খেতে হয়নি?
নাকি অমৃতের গাছ বসিয়েছে।
খেজুর গাছের মতো,
শীত কালে ঝরবে রস।
নলেন গুড় সেওতো এক কথায় অমৃত।
আচ্ছা দেবরাজ ইন্দ্রতো এক্সপোর্ট,
ব্যবসা করতে পারে অমৃতের।
অনলাইনও খুলতে পারে।
করে না কেন?
তাহলে তো ঘরে বসেই অমৃত পাওয়া যেতো।
আচ্ছা ঠিক আছে এই অফারটা দেবো তাকে, যাই
কি করে যাবো?
মরতে হবেতো? আনো আনো বিষ। খেয়ে যাই ওপরে।
অমৃতরস আনতে।
ওখানে যেতেও নাকি পাশপোর্ট লাগে?
ডেথ সার্টিফিকেট।