অনাকাঙ্ক্ষিত


আজ যদি প্রশ্ন করো,শীতের পাখিকে।
পাখা মেলে কত দূরে যাও অনায়াসে।
মেঘেদের সাথে উড়ে, আকাশের দিকে।
ধ্বন্যাত্মক শব্দ করে, ঐ বাতাসে ভেসে।


অনাকাঙ্ক্ষিত বৃষ্টির,শীতল ছোঁয়ায়।
হিমশীতল বাতাসে, ধূর্ত  শিহরণে -
একদণ্ড জিরিয়েছ,কিনা নিরালায়?
উষ্ণ লেপের তলায়,প্রেমের আগুনে।


দেখো আমি শুয়ে আছি,তপ্ত বালাপোষে।
শীতের আগুন আজ,দিয়ে গেছে ফাঁকি।
সেও যেন লুকিয়েছে, কুয়াশার দেশে।
জানালার পাল্লাগুলো,বন্ধ করে রাখি।


যে পালকের চাদরে, ঢাকা দেহখানি।
কোমল হৃদয়ে হয়,উষ্ণ প্রতিধ্বনি।