আলোর শ্বাসরূদ্ধ করে অন্ধকার পথ করে নিচ্ছে
প্রতিদিন।
আর কতদিন? আর কতদিন এই ভাবে
জীবনের আশায় জীবন দিতে হবে?
ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ক্ষুধা।
মৃত্যু কে বেছে নেওয়া ছাড়া আর পথ নেই কোনো।
দিন আনা দিন খানা লোকটা আজ দিশাহারা।
ছয়ছটা পেট যখন ক্ষুধায় ডাকে তখন মনে হয়
আকাশের চাঁদটা -
একটা অল্প সেঁকা জল রুটি।
কিন্তু কই আকাশের উনান থেকে তো পড়ে না
অর্ধ সেঁকা জলরুটিটা।
ইট ভাটা বন্ধ।
বাবুদের জানালায় অপেক্ষায় আছি
যদি ফেলে দেওয়া অতিরিক্ত একটা পেট -
যদি হাতে আসে,ছয় জনে ভাগ করে খাই।
ছোট্ট ঘরটার কোনায় কোনায় ক্ষুধারা কাঁদে।
আর কতদিন ইট পাথরের দেশে পাষান হয়ে থাকবে
জীবন্ত ক্ষুধারা।
মৃত্যু ভয়ে মৃত্যু বরণ, এর নাম জীবন?
একটা মৃত্যু পথে অনেক মৃত্যু ঘরে।
চেনা, অচেনা,  অর্ধচেনা কে কতটা দেবে?
ছয়ছটা ক্ষুধার তিনটে ধাপ -
সকাল, দুপুর, রাত।
অন্ধকার এসেছিল মৃত্যু সঙ্গে করে
আলোর পথটাকে আড়াল করে।।